হাসপাতালের ল্যাবকে অটোমেটেড করার মাধ্যমে প্যাথলজি ও রেডিওলজি ম্যানেজমেন্টে একটি নতুন যুগের সূচনা হয়েছে। এই আধুনিক ব্যবস্থাটির মাধ্যমে বিলিং থেকে শুরু করে রিপোর্ট প্রদান পর্যন্ত সমস্ত কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায়। ফলে রোগী ও কর্মচারী উভয়ের জন্যই কাজের দক্ষতা বৃদ্ধি পায় এবং সময়ের সাশ্রয় হয়।
ল্যাব কে অটোমেশন করার দ্বারা যে সুবিধাগুলো পাওয়া যাবেঃ
LIS/মেশিন ইন্টিগ্রেশন।
বিলিং থেকে ইনভেস্টিগেশন-এর রিকোয়েস্ট সুবিধা।
ইনভয়েস করা ইনভেস্টিগেশন-এর নমুনা সংগ্রহ সুবিধা।
দ্রুত রেজাল্ট এন্ট্রি ও নিজস্ব টেমপ্লেট-এ রিপোর্ট।
ইনভেস্টিগেশন পেমেন্ট স্ট্যাটাস-এর উপর ভিত্তি করে রিপোর্ট প্রদান।
রিএজেন্ট ফুরিয়ে যাওয়ার আগে রিএজেন্ট স্টক-এর এলার্ট।
ইনভেস্টিগেশন-এর স্ট্যাটাস ও কারেন্ট কিউ মনিটর করা।
রিপোর্ট তৈরী হয়ে গেলে রোগীর কাছে অটো SMS & ইমেইল পৌঁছে যাবে।