অনেকেই বেশ চিন্তিত থাকেন যে কিভাবে একটি সফটওয়্যার কোম্পানী যাচাই বাছাই করা যায়। সেক্ষেত্রে সফটওয়্যার কোম্পানি যাচাই করতে শুরুতেই তাঁদের কাজের Quality দেখে নেওয়া উচিত। তাঁদের ওয়েবসাইট এবং অন্যান্য ডকুমেন্টেশন দেখা এবং সফটওয়্যার প্রেজেন্টেশন দেখে সফটওয়্যার নেওয়া আপনার দায়িত্ব। সেই সাথে কোম্পানিটির TIN, Income TAX, Joint Stock Limited Company Registration, BASIS Membership প্রভৃতি আছে কিনা যাচাই করে নেওয়াটাও জরুরী কারণ এতে কোম্পানির স্থায়িত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়।